একদিনে ১ কোটি ৩৩ লাখ টিকা দিয়ে বিশ্বরেকর্ড ভারতের
কিছু দিন আগেই একদিনে এক কোটি মানুষকে করোনারোধী টিকা দিয়ে রেকর্ড গড়েছিল ভারত। এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৩৩ লাখের বেশি মানুষকে টিকা দিয়েছে ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশ্বে আর কোথাও একদিনে এত লোককে টিকা দেওয়ার নজির নেই।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৭১৮ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৯৯ হাজার ৪৪৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩২ লাখ ১৯ হাজার ২৭২ জন।
গত আগস্ট মাসে মোট ১৮ কোটি ৩০ লাখ মানুষকে টিকা দিয়েছে ভারত। ১৩৬ কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ৬৫ কোটি ৪১ লাখ ১৩ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) ভারতে নতুন করে ৪১ হাজার ৯৬৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৬০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ২০ জন। সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিজনেস লাইন
কেএএ/জেআইএম