ইরাকে মার্কিন বাহিনীর গাড়িবহরে ফের হামলা
ইরাকে মার্কিন সামরিক বাহিনীর রসদ বহনকারী আরও একটি গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সাবেরিন নিউজের বরাতে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, আদদিওয়ানিয়া প্রদেশে মার্কিন বাহিনীর ওই গাড়িবহর হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
এর আগে, গত শনিবার (২৮ আগস্ট) ইরাক-কুয়েত সীমান্তে মার্কিন বাহিনীর রসদ বহনকারী গাড়িবহরে রকেট হামলা চালানো হয়। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
সীমান্তপথে কুয়েত থেকে ইরাকে অস্ত্র নেওয়া শুরু করেছে মার্কিন বাহিনী। সম্প্রতি দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা বেড়ে গেছে।
ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারাও আফগানিস্তানের মতো দ্রুত নিজেদের দেশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার চায়। কিছু দিন আগে ইরাকের সংসদে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিলও অনুমোদন হয়েছে।
কেএএ/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার