ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হিমাচলে শতভাগ প্রাপ্তবয়স্কের টিকাদান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১৩ এএম, ৩০ আগস্ট ২০২১

ভারতের হিমাচল প্রদেশে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সরকার। শনিবার (২৮ আগস্ট) রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. রাজিব সাইজাল বলেন, ‘ভারতের প্রথম রাজ্য হিসেবে হিমাচলে ১৮ বছরের বেশি বয়সী সকল নাগরিকের করোনার টিকার প্রথম ডোজ সম্পন্ন হয়েছে।’

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘রাজ্যে ১৮ বছরের বেশি বয়সী সকলে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে দুই ডোজের শতভাগ টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘করোনা ব্যবস্থাপনায় হিমাচলের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং মাঠ পর্যায়ে কার্যক্রমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাদানের ক্ষেত্রে শুরু থেকেই ভালো করছে হিমাচল।’

তিনি বলেন, ‘একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারের সুবিধাভোগী এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন।’

প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘হিমাচলে যদি কেউ টিকাদান গণনার বাইরে থেকে যায় তবে এটি তদন্ত করা হবে এবং শিগিগিরই সবাইকে টিকা দেওয়া হবে।’

সূত্র: এনডিটিভি

ইএ/জেআইএম