ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে ফের বাড়ছে আক্রান্ত ও সক্রিয় রোগী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৮ আগস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। যা আগের দিন শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার বেশি এবং গত ১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। বর্তমানে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭ জন।

শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যা এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও ৫০০ ছাড়িয়েছে। এই সময়ে মারা গেছে ৫০৯ জন। দেশটিতে বর্তমানে করোনায় মৃত্যু বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে গত চারদিন ধরেই ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। এতে করে দেশটিতে ফের সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শনিবার দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের হিসেবে সবার শীর্ষে রয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন। গত একমাসেরও বেশি সময় ধরে দৈনিক শনাক্তে এ রাজ্য শীর্ষে রয়েছে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কমে হয়েছে ৪ হাজার ৬৫৪। এছাড়া তামিলনাড়ুতে ১ হাজার ৫৪২ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৫১৫ জন, কর্নাটকে ১ হাজার ৩০১ জন, মিজোরামে ৮৮৬ জন, ওড়িশায় ৮১৬ জন এবং পশ্চিমবঙ্গ ৭০৩ জন আক্রান্ত হয়েছেন। বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচশোর নিচে রয়েছে।

এমকেআর/এএসএম