ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের নতুন পতাকা

প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

পুরনো পতাকা পরিবর্তন করে নতুন জাতীয় পতাকার নকশা নির্বাচন করছে নিউজিল্যান্ড। দেশটিতে নতুন পতাকা নির্বাচন করা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে কালো, সাদা ও নীল রঙের জমিনে রূপালি রঙের ফার্ন পাতার একটি নতুন পতাকার পক্ষে জনগণ ভোট দিয়েছেন।
 
তবে পতাকা চূড়ান্ত করার আগে আগামী বছরের মার্চে দ্বিতীয় দফায় গণভোট অনুষ্ঠিত হবে। নতুন পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে নাকি পুরনো পতাকা বহাল থাকবে তা সেই সময় জানা যাবে।

লাল ও নীল রঙ সম্বলিত অনুরূপ ডিজাইনের পতাকাটি গণভোটে দ্বিতীয় হয়েছে। দুটি পতাকাই কাইল লকউড নামের একজন স্থপতি নকশা করেছেন। নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ১৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যা মোট ভোটারের ৪৯ শতাংশ।

দেশটির প্রধানমন্ত্রী জন কি পুরনো পতাকার সঙ্গে অস্ট্রেলিযার পতাকার মিল রয়েছে বলে জানানোর পর সেটি পরিবর্তন করে নতুন পতাকা তৈরির উদ্যোগ নেয়া হয়।

এসআইএস/আরআইপি