করোনায় মৃত্যুর রেকর্ড রাশিয়ায়
করোনা সংক্রমণে মৃত্যুর নতুন রেকর্ড করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ৮২০ জনের মৃত্যু হয়েছে। ডেল্টা সংক্রমণের কারণে দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু বাড়তে শুরু করেছে। অপরদিকে ভ্যাকসিনও ধীর গতিতে চলছে।
সরকারি হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ হাজার ৬৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে আরও ৮২০ জন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে জুনের মাঝামাঝি সময় থেকেই রাশিয়ায় করোনার নতুন ঢেউ আঘাত হানে।
গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা কমলেও চলতি মাসেই নতুন করে বেশ কয়েকবার মৃত্যুর রেকর্ড হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়ায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ২৪ হাজার ৫৪০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৬০ লাখ ৯২ হাজার ৮১৮ জন।
লোকজনকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু বেশ কিছু জরিপ থেকে জানা যাচ্ছে যে, রাশিয়ার লোকজনের ভ্যাকসিন নেওয়ার প্রতি আগ্রহ নেই।
গোগভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র সাড়ে তিন কোটি মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করেছেন।
টিটিএন/জিকেএস