করোনা ঠেকাতে ভিয়েতনামকে আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
করোনা মোকাবিলায় ভিয়েতনামকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এশিয়ায় দুই দিনের আঞ্চলিক সফরে এসে ভিয়েতনামকে এ প্রতিশ্রুতি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান কমলা হ্যারিস। বুধবার (২৫ আগস্ট) ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কমলা হ্যারিস। এসময় তিনি প্রতিশ্রুতি দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এক মিলিয়ন ডোজ ভ্যাকসিন ভিয়েতনামে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এটি নিয়ে ভিয়েতনামকে ছয় মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিলো যুক্তরাষ্ট্র।
ধারণা করা হচ্ছে, করোনা ঠেকাতে ভিয়েতনামকে ভ্যাকসিন সহায়তা দিয়ে সম্পর্ক আরও গাঢ় করতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে তীব্র আপত্তি চীনের।
ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এসময় তিনি দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্যের সমালোচনা করে নিরাপত্তার জন্য ভিয়েতনামের কোস্টগার্ডকে সহায়তার কথা বলেন।
এর আগে এশিয়ায় সফরের শুরুতে সিঙ্গাপুরে যান কমলা হ্যারিস। দক্ষিণ–পূর্ব এশিয়ায় চীনের আধিপত্য বিস্তারের পরিপ্রেক্ষিতে এ আঞ্চলিক সফরে কমলা হ্যারিস, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা
এসএনআর/জেআইএম