ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে কঠোর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র : ওবামা

প্রকাশিত: ০৩:৩০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরো কঠোর হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইএস বিরোধী যুদ্ধ প্রতিনিয়তই কঠিন হয়ে পড়ছে এবং অভিযান আরো উন্নত করা প্রয়োজন।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন, ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে অতীতের অন্য যে কোনো সময়ের তুলনায় আরো কঠিন হামলা চালানো হচ্ছে। নভেম্বর মাসেই আইএস বিরোধী আক্রমণ অনেক গুণে বাড়িয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের হামলার ঘটনা এবং প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর আইএস বিরোধী অভিযান আরো নতুন কৌশলে চালানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।

ওবামা বলেন, আইএসের ওপর যুক্তরাষ্ট্র কঠিন থেকে কঠিনতর হামলা চালাচ্ছে। অস্ত্রশস্ত্র, ড্রোন, বিমান ইত্যাদি দিয়ে আইএসের ওপর আক্রমণের পরিমাণও আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। গত বছর আইএস বিরোধী অভিযান শুরু হবার পর থেকে এখন পর্যন্ত জঙ্গিদের দমাতে প্রায় নয় হাজারের মতো বিমান হামলা চালানো হয়েছে।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামিক স্টেট গোষ্ঠীর নেতারা কেউ আর লুকোতে পারবে না। তারাই পরবর্তী টার্গেট।

আরএস/পিআর