ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-শনাক্ত ফের বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২০ এএম, ১৭ আগস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই বেড়েছে। এ সময়ে ৮ হাজার ৮২৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৬ হাজার ৯১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে সাত হাজার ৬২৩ জনের মৃত্যু হয়। আক্রান্ত হন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৫০৫। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৮৩ হাজার ৫১৩ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ৩০২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৯৮৬। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৮ হাজার ৭৯৮ জন।

jagonews24

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ৪৯ হাজার ৯০০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩২ হাজার ১১২ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি তিন লাখ ৭৮ হাজার ৯৮৬। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৯ হাজার ৫৮১ জন।

সংক্রমণের এ তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন।

তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৮৬১। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৩৪৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

এমএইচআর/জিকেএস