ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কের নৌকায় রাশিয়ার গুলি

প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

ইজিয়ান সাগরে তুরস্কের একটি মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ গুলি ছুড়েছে। নৌকা দুটির মধ্যে সংঘর্ষ এড়াতেই রোববার মস্কোর ওই যুদ্ধজাহাজ থেকে গুলি ছোড়া হয়। খবর বিবিসির।

গত মাসে তুরস্ক সেনাবাহিনী রুশ যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করার পর দেশ দুটির মাঝে উত্তেজনা চলছে। এর মাঝেই তুর্কি নৌকা লক্ষ্য করে গুলি চালালো মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের নৌকাটি রুশ জাহাজের ৬০০ মিটারের মধ্যে চলে আসায় হালকা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়। তখন তুরস্কের নৌকাটি সরে যায়। মস্কোতে নিযুক্ত তুরস্কের সামরিক অ্যাটাশেকে এ ঘটনার ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, রুশ ডেস্ট্রয়ার স্মেৎলিভির কর্মীদের বারবার সতর্কতার পরও তুর্কি নৌযানের কর্মীরা বেতার যোগাযোগ করেনি বা ফ্লেয়ার দিয়ে সতর্ক সংকেত দেওয়ার পরও কোনো সাড়া দেয়া হয়নি। দুই নৌযানের মধ্যে সংঘর্ষ এড়াতে হালকা আগ্নেয়াস্ত্রের গুলি ছোড়া হয়।

রুশ যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করার পর তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। স্নায়ূ যুদ্ধের পর দেশ দুটির মধ্যে এই প্রথম সবচেয়ে বৈরী সম্পর্ক বিরাজ করছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আঙ্কারার ধৈর্য সীমাহীন ছিল না। এছাড়া রুশ বিমান ভূপাতিত করায় মস্কো তুরস্ককে শাস্তি দিতে সব ধরনের সুযোগের ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস জঙ্গি ও অন্যান্য বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। এরপর থেকেই তুরস্ক ও রাশিয়ার সম্পরর্কের মাঝে ফাটল ধরতে শুরু করে। এরই মাঝে রুশ যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করায় আঙ্কারাকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় মস্কো।

এসআইএস/পিআর