ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৪০ হাজারের নিচে সংক্রমণ নামল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৩ আগস্ট ২০২১

৪০ হাজারের নিচে নেমে এসেছে ভারতের দৈনিক সংক্রমণ। এর আগে টানা ছয়দিন দেশটিতে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশিই ছিল। কিন্তু মঙ্গলবার সংক্রমণ অনেকটাই কমে এসেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৫০৭ জনে।

প্রায় চারদিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা সোমবার নেমেছিল ৫০০-র নিচে। মঙ্গলবারও মৃত্যুর সংখ্যা কমই দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৪২২ জনের। এখন পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছে ৪ লাখ ২৫ হাজার ১৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সাড়ে আট হাজারেরও বেশি কমেছে গত ২৪ ঘণ্টায়। এখন দেশে সক্রিয় রোগী রয়েছে ৪ লাখ ৪ হাজার ৯৫৮ জন। ছয়দিন পর দেশের দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের নিচে নেমেছে।

গত কয়েকদিন ধরেই কেরালায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৮৪ জন। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৬৯তে নেমেছে।

সংক্রমণে এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪৬, তামিলনাড়ুতে ১ হাজার ৯৫৭, কর্নাটকে ১ হাজার ২৮৫, আসামে ১ হাজার ২৭৫ এবং ওড়িশায় ১ হাজার ৩২। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের কম। তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সংক্রমণ পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ১৬ লাখ ৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে ৬১ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৪৭ কোটি ৯ লাখ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ দেশের ৬০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

টিটিএন/জিকেএস