ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহীদের মস্কোর সহায়তা

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

সিরিয়ায় পশ্চিমা বিশ্ব সমর্থিত বিদ্রোহীদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে মস্কো সহায়তা করছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়া সংকট নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর চলমান দ্বন্দ্বের মাঝে শুক্রবার এক বৈঠকে তিনি এ কথা বলেন। পুতিন মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে সিরিয়া ইস্যুতে আরো ঘনিষ্ঠ সমন্বয় করা হবে বলে জানান। তবে পুতিনের একজন মুখপাত্র এ তথ্য অস্বীকার করেছেন। খবর এপির।

একই সঙ্গে সিরিয়ায় রাশিয়ার জন্য যেকোনো ধরনের হুমকিকে দ্রুতই ধ্বংস করা হবে বলে ঘোষণা দেন পুতিন। সিরিয়া সীমান্তের কাছে গত মাসে রুশ যুদ্ধ বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করার পর তুরস্কের জন্য মস্কোর এটি কঠিন বার্তা বলে বিশ্লেষকরা বলছেন।

বৈঠকে পুতিন বলেন, ফ্রি সিরিয়ান আর্মির অন্তত ৫ হাজার বিদ্রোহী হোমস, হামা, আলেপ্পো এবং রাক্কা প্রদেশে নিয়মিত সেনাদের সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনে অংশ নিচ্ছে। আমরা তাদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তার পাশাপাশি আকাশ থেকেও নিরাপত্তা দিচ্ছি।

তবে পুতিনের এই বক্তব্যের কয়েক ঘণ্টার ব্যবধানে বিপরীত সুর শুনিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেশকভ। তিনি বলেন, পুতিন বোঝাতে চেয়েছেন, সিরিয়ার সরকারি সেনাদের জন্য যুদ্ধাস্ত্র সরবরাহ করা হচ্ছে, ফ্রি সিরিয়ান আর্মিদের জন্য নয়। তবে আকাশ থেকে দুই পক্ষকেই নিরাপত্তা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি বলেন, ফ্রি সিরিয়ান আর্মি বিদ্রোহীদেরকে মস্কোর সহায়তার বিষয়টি পরিস্কার নয়। একই সঙ্গে এই কর্মকর্তা আরো বলেন, সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে নয় বরং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। মস্কো অনবরত বিরোধীদের অবস্থানে হামলা চালাচ্ছে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস ও বিভিন্ন সশস্ত্র বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৮ হাজার সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মস্কো।

এসআইএস/আরআইপি