ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চতুর্থ দিনের মতো ভারতে সংক্রমণ ৪০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩১ এএম, ৩১ জুলাই ২০২১

টানা চতুর্থ দিনের মতো ভারতে সংক্রমণ ৪০ হাজারের বেশি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৬৪৯ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩। দেশটিতে নতুন সংক্রমণের অধিকাংশই কেরালা রাজ্যে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৭৭২ জন।

তবে অন্যান্য রাজ্যে নতুন সংক্রমন ১০ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬ম, অন্ধ্রপ্রদেশে দু’হাজারের বেশি। কর্নাটক এবং তামিলনাড়ুতে দৈনিক সংক্রমণ দু’হাজারের কম। ওড়িশায় দেড় হাজার এবং আসামে হাজারের আশপাশে। এছাড়া দেশটির বাকি সব রাজ্যেই সংক্রমণ হাজারের নিচে নেমেছে।

তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে অবশ্য গত কয়েকদিনে পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছে দুইশ'র বেশি, কেরালায় শতাধিক এবং ওড়িশায় অর্ধশতাধিক। বাকি সব রাজ্যে তা ৫০-এর কম।

ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে বেড়ে তা ৪ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৮ হাজার ৯২০ জন।

তবে ইতোমধ্যেই ৪৬ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দিয়ে নতুন মাইলফলক তৈরি করেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫২ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এদিকে, ভারতে করোনার সংক্রমণ রোধে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছিল ডিজিসিএ। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ফ্লাইট বাতিলের সময়সীমা ফের বাড়াল দেশটি।

এক বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হলো। তবে পণ্যবাহী বিমানগুলোর পাশাপাশি এয়ার বাবল ও বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

টিটিএন/জিকেএস