ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাবুলে স্পেনের দূতাবাসে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জঙ্গি হামলা হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। কাবুলের পুলিশ কর্তৃপক্ষ দূতাবাসে হামলার খবর নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাবুলে তাদের দূতাবাসে হামলা হয়েছে। তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও দূতাবাসে হামলার কথা নিশ্চিত করে বলেছেন, ‘দূতাবাসে হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

কাবুলের কেন্দ্রস্থলের শেরপুর এলাকায় স্পেনের দূতাবাসের অবস্থান। সেখানে শুক্রবার সন্ধ্যার দিকে ভয়াবহ গাড়িবোমা চালানো হয়। এরপর ওই এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দও পাওয়া যায়।

স্পেনের সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট মারি​য়ানো রাজয়কে কাবুলে দূতাবাসে হামলার বিষয়টি জানানো হয়েছে।

সামরিক জোট ন্যাটো জানায়, ন্যাটোর অধীনে স্পেনের নয়জন সেনা আফগানিস্তানে রয়েছে।

এ হামলায় ৭ জঙ্গি জড়িত বলে জানিয়েছেন আফগান নিরাপত্তা কর্মকর্তারা।

একে