পাকিস্তানে হামলায় নিহত ৩০
পাকিস্তানে বিমান হামলায় অন্তত ৩০ সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের দাত্তাখেল এলাকায় বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ শুক্রবার বলেছে, হামলায় বিদ্রোহীদের একটি ঘাঁটি ধ্বংস হয়েছে। তবে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধানিষেধ থাকায় খবরের সত্যতা যাচাই করা যায়নি।
গত ১৫ জুন পাকিস্তান সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তান এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করে। এর একদিন আগে করাচি বিমানবন্দরে ভয়াবহ হামলা পরিচালনা করে তেহরিক-ই-তালেবান যোদ্ধারা। এতে বেশ কিছু লোক হতাহত হয়। এ ঘটনার পরই ওই অভিযান শুরু করে সেনাবাহিনী। জার্ব-ই-আজব নামের ওই অভিযানে এ পর্যন্ত এক হাজার তালেবান যোদ্ধা ও ৮৬ জন সেনা নিহত হয়েছে।
সেনাবাহিনী পরিচালিত এ সব অভিযানের কারণে ওই এলাকা থেকে অন্তত আট লাখ লোক অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।