আফগানিস্তানের বিমানবন্দরে তালেবান হামলায় নিহত ৫০
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের বিমানবন্দরে তালেবান হামলায় সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে ১০ জন সেনা ও দু জন পুলিশ রয়েছে। বাকি ৩৮ জন বেসামরিক ব্যক্তি। এছাড়া বিবৃতিতে জানানো হয়েছে, তালেবান হামলায় ১৭ সেনাসহ মোট ৩৭ জন আহত হয়েছে।
পশ্চিমা এক প্রত্যক্ষদর্শী বলেন, দক্ষিণাঞ্চলে কোনো সামরিক স্থাপনার ওপর আমাদের দেখা এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি।
এর আগে, মঙ্গলবার শেষ বেলায় ১১ তালেবান যোদ্ধা কান্দাহারের সুরক্ষিত ন্যাটো বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে পণবন্দী করে। তবে আফগান নিরাপত্তা বাহিনী সে হামলা প্রতিহত করে এবং সব তালেবান মারা যায়।
আরএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?