ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৯ জুলাই ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইসরায়েলের ‘পেগাসাসের’ ফাঁদে রাজনীতিক-আইনজীবী-সাংবাদিকরা
ইসরায়েলের তৈরি স্প্যামওয়্যার পেগাসাস ব্যবহার করছে বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলো। যার মাধ্যমে তারা আড়ি পাতছে নিজ দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে। রোববার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৭টি সংবাদপত্র ইসরায়েলের এই ভয়ঙ্কর হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। এতে বলা হয়, কর্তৃত্ববাদী সরকারগুলো এই স্প্যামওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ফোন হ্যাক করছে। এর মাধ্যমে পাওয়া তথ্যগুলো সরকারগুলো ব্যবহার করছে নিজেদের সুবিধার্থে।

হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা দেশগুলো হলো, আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরোক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
সৌদি আরবে আজ জিলহজ মাসের ৯ তারিখ। এ দিনকে বলা হয় আরাফার দিন। হাজিরা মিনায় ফজরের নামাজ আদায়ের পর নিয়ম অনুযায়ী রওয়ানা দেন আরাফাতের ময়দানের উদ্দেশে। হজযাত্রীরা সেখানে মসজিদে নামিরাহে একই ইমামের পেছনে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। আরাফাতের বিশাল প্রান্তরে অবস্থান করে মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা শুনবেন। যা বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে। সূর্যাস্তের পর আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা।

মসজিদুল হারাম থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক এই আরাফাতের ময়দান। ১৪০০ বছর আগে এই ময়দানেই হজরত মুহাম্মদ (সা.) লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে ঐতিহাসিক বিদায়হজের ভাষণ দিয়েছিলেন।

আল-আকসায় ফের মুসলমানদের প্রবেশে বাধা
ফিলিস্তিনের আল-আকসা মসজিদ থেকে ফের মুসলমানদের বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এসময় তারা মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী হাজার খানেক ইহুদিকে জোরপূর্বক আল-হারাম আল-শরীফে প্রবেশ করায়।

রোববার মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে এ অভিযানের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ইসরায়েলি সেনারা কয়েকজন ফিলিস্তিনিকে মারধর করে। আটকও করা হয় কয়েকজনকে।

আস্থা ভোটে জয়ী নেপালের নয়া প্রধানমন্ত্রী
নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পার্লামেন্টে সদস্যদের আস্থা ভোটে জয়ী হয়েছেন। গত মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েক দিনের মাথায় রোববার অনুষ্ঠিত হয় ভোট। দেশটির ২৭৫ আসনের পার্লামেন্টে আস্থা ভোটে জেতার জন্য ১৩৬ ভোটের প্রয়োজন, সেখানে দেউবা পেয়েছেন ১৬৫ ভোট।

১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন দেউবা। পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন প্রবীণ এই রাজনীতিবিদ।

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩০, আহত ৪০
পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল। দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে।

মুম্বাইয়ে ভারি বর্ষণ অব্যাহত, প্রাণহানি বেড়ে ৩১
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে শহরটিতে বেশ কয়েকটি বাড়ি ও দেয়াল ভেঙে মারা গেছেন অন্তত ৩১ জন। এছাড়া উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মুম্বাইয়ে নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার অবধি টানা বৃষ্টিপাতে ভূমিধস, বাড়িঘর ভেঙে এবং বিদ্যুতায়িত হয়ে এসব প্রাণহানি ঘটেছে।

প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, বাড়বে
কয়েক মাস ধরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ দেখছে বিশ্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডায় বয়ে গেল ভয়ঙ্কর তাপপ্রবাহ। জার্মানি, বেলজিয়ামসহ ইউরোপের একাধিক দেশে আঘাত হেনেছে বন্যা। আর ভারতে চলছে একের পর এক মেঘফাটা বৃষ্টিপাত, ভূমিধস। সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি গোটা বিশ্ব। বিজ্ঞানীরা বলছেন, আগামীতে এই ধরনের সংকট আরো বাড়বে।

আবহাওয়াবিদ অ্যান্ড্রিয়াস ফিঙ্ক জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে বলেন, আগামী দিনে বৃষ্টির প্রকোপ আরো বৃদ্ধি পাবে। তখন বৃষ্টিপাতের পরিমাণ যেমন বাড়বে, তেমনই অল্পসময়ে অধিক বৃষ্টির প্রবণতাও বাড়বে।

ইংল্যান্ড থেকে তুলে নেয়া হলো করোনার বিধিনিষেধ
ইংল্যান্ড থেকে তুলে নেয়া হয়েছে করোনার সব ধরনের বিধিনিষেধ। এখন থেকে কতজন মানুষ একসঙ্গে দেখা করতে পারবেন বা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সে ব্যাপারেও থাকছে না কোনো নিয়ম-কানুন। ফের খুলে দেয়া হচ্ছে নাইটক্লাবগুলো।

মদের দোকান কিংবা রেস্টুরেন্টেও এখন আর টেবিল সার্ভিসের প্রয়োজন হবে না। তারপরও দেশের সব নাগরিককে মরণঘাতী এ ভাইরাস থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

‘অপ্রতিদ্বন্দ্বী’ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া
আরও একবার জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, এর সমমানের মিসাইল আজপর্যন্ত আর কেউ বানাতে পারেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, শ্বেত সাগরে অ্যাডমিরাল গোরশকভ যুদ্ধজাহাজ থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয় এবং সেটি ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরে ব্যারেন্টস সাগরে থাকা একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে।

এবার ওটিটি প্ল্যাটফর্মে সিএনএন
আগামী বছরের শুরুতেই নতুন স্ট্রিমিং সার্ভিস চালু করতে যাচ্ছে সিএনএন। সোমবার আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ওটিটি প্ল্যাটফর্মে তাদের নতুন অভিযানের নাম দেয়া হয়েছে সিএনএন+ (সিএনএন প্লাস)। বিদ্যমান টেলিভিশন নেটওয়ার্কের পাশাপাশি দিনরাত ২৪ ঘণ্টাই চালু থাকবে সিএনএন প্লাস। এতে দৈনিক আট থেকে ১২ ঘণ্টা সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হতে পারে।

ওয়ার্নার মিডিয়ার চেয়ারম্যান জেফ জুকারের মতে, সিএনএন প্লাস ভিডিও সংবাদে বিপ্লব সৃষ্টি করবে এবং সিএনএনের জন্য এটি হবে একটি নতুন যুগের সূচনা। এক বিবৃতিতে তিনি বলেন, সিএনএন ১৯৮০ সালে ক্যাবল সংবাদ আবিষ্কার করে, ১৯৯৫ সালে অনলাইন সংবাদকে সংজ্ঞায়িত করে, আর এখন সংবাদ কী হতে পারে তা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে।

কেএএ/এএসএম