ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১১ জুলাই ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

তুরস্কে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। রয়টার্স বলছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল মিনিবাসটি। হঠাৎ মিনিবাসটিতে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা সবাই অবৈধ পথে তুরস্কে প্রবেশ করেছে।

আফগানিস্তান থেকে ৫০ কর্মকর্তাকে সরিয়ে নিল ভারত

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের আবারও উত্থানে অন্তত ৫০ কূটনীতিক ও কর্মকর্তাকে ফিরিয়ে নিয়েছে ভারত। তালেবান যোদ্ধারা একের পর এক এলাকা নিয়ন্ত্রণে নেয়ায় সেখানে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা আফগানিস্তানে চলমান সহিংসতার ওপর গভীরভাবে নজর রাখছে এবং ভারতীয়দের ওপর এর কী ধরনের প্রভাব পড়ছে তা পর্যালোচনা করা হচ্ছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের উত্তরপ্রদেশের নতুন নীতি

ভারতের উত্তরপ্রদেশের জন্য নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোবিবার নতুন এই জনসংখ্যা নীতির ঘোষণার পর তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে প্রতি হাজারে জন্মহার ২.১ এবং ২০৩০ সালের ১.৯-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ তরা হয়েছে। বর্তমানে রাজ্যটিতে হাজারে জন্মহার রয়েছে ২.৭। নতুন নীতি ঘোষণার অনুষ্ঠানে যোগী বলেন, জন্মনিয়ন্ত্রণের জন্য দুই সন্তানের মাঝে সময়ের একটি নির্দিষ্ট ব্যবধান থাকা জরুরি। জন্মহার নিয়ন্ত্রণের পক্ষে যুক্তিতে তাঁর দাবি, উন্নয়নের কাজে ক্রমবর্ধমান জন্মহার বড় বাধা হয়ে দাঁড়ায়। গোটা বিশ্ব জুড়েই বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দারিদ্রের সঙ্গে সরাসরি জড়িত জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি। প্রত্যেকটি সম্প্রদায়ই এই নতুন নীতির আওতায় থাকবে।

ভেনেজুয়েলায় অপরাধী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ, পুলিশসহ নিহত ২৬

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে উত্তর-পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহে একটি অপরাধী গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। গত কয়েকদিন ধরে চলা এসব সংঘর্ষের ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ নিশ্চিত করেছেন।

সিরিয়ায় সরকারি কর্মকর্তাদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি

সিরিয়ায় চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যে এবার সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের জন্য ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার এক ডিক্রি জারির মাধ্যমে বেতন বৃদ্ধির এ আদেশ আসে। বহুদিন ধরে গৃহযুদ্ধের ফলে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে সিরিয়া। দেশটিতে রুটির দাম দ্বিগুণ বৃদ্ধির একদিন পর এমন সিদ্ধান্ত নিলো প্রেসিডেন্ট আসাদ। চলমান অর্থনৈতিক সঙ্কট সমাধানে বহুবার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও সমাধানের পথ খুঁজে পাননি প্রেসিডেন্ট।

সিরিয়া থেকে বিদেশি সেনা প্রত্যাহার চায় রাশিয়া

আফগানিস্তানের পর এবার সিরিয়া থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। শনিবার মস্কোয় এ আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ যে সেনা মোতায়েন করেছে তা স্থায়ী হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক যে সেনা মোতায়েন করেছে তাও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ।

প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জায়ামিন নেতানিয়াহু। রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে বাসভবন হস্তান্তর করেন তিনি। রোবরার ভোরে অনেকটা নিভৃতেই বাসভবন ছেড়ে যান নেতানিয়াহু। দীর্ঘ ১২ বছর ধরে আলোচিত সেই বাসভবনে বসবাস ছিল তার।

আবারও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ 

আবারও ইথিওপিয়ার নির্বাচনে জয়লাভ করেছেন আবি আহমেদ। বিলম্বিত নির্বাচনে তিনি অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে দেশটির নির্বাচন বোর্ড শনিবার নিশ্চিত করেছে। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আবি আহমেদের প্রোসপারিটি পার্টি ৪১০টি আসনের মধ্যে ৪৩৬টি আসনে জয়লাভ করেছে। ফলে আরও পাঁচ বছরের জন্য তিনিই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। 

জুমার কারাভোগের ঘটনায় বিক্ষুব্ধ অনুসারীদের তাণ্ডব, গ্রেফতার ২৮

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা আদালত অবমাননার দায়ে কারাভোগের ঘটনার বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তার অনুসারীরা। গত কয়েকদিনের রাজপথে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাদের মধ্যে ২৮ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কোয়াজুলু নাটাল প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা জনসাধারণের সঙ্গে সহিংস আচরণ, চুরি, সম্পত্তির ক্ষতি ও ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত। 

করোনায় বছরের প্রথম মৃত্যু দেখলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় চলতি বছরে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার নিউ সাউথ ওয়েলসে একজনের মৃত্যুর পাশাপাশি চলতি বছরে একদিনে রেকর্ড ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় অস্ট্রেলিয়াবাসীকে এখন করোনার দ্রুত সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করতে হচ্ছে। 

এএমকে/জেআইএম