ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তাদের বহিষ্কার

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৪ নভেম্বর ২০১৪

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেওয়ার পর বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তাকে বহিষ্কার করেছেন হায়দার আল-আবাদি। গত সেপ্টেম্বরে ক্ষমতা নেওয়ার পর এ পর্যন্ত মোট ৩৬ সেনা কর্মকর্তাকে অবসর ও বদলি করা হয়েছে। খবর আলজাজিরার।

আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতা, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সেনাবাহিনীকে নতুন রূপে সাজাতে এ পদক্ষেপ নেন তিনি।ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ২৬ সেনা কর্মকর্তাকে বদলি ও ১০ জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন আবাদি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী এর মাধ্যমে সেনাবাহিনীকে এ বার্তা দিতে চেয়েছেন যে, তাদের ইরাকের ঐক্যের জন্য লড়তে হবে। পাশাপাশি সামরিক বাহিনীতে দলীয় মনোভাবের কোনো স্থান নেই এটাই স্পষ্ট করা হয়েছে।

ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই সহিংসতা লেগে আছে। সম্প্রতি আইএসের উত্থান দেশটিকে নতুন সমীকরণের মধ্যে ফেলে দিয়েছে।