ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লকডাউনের মধ্যেও সর্বোচ্চ শনাক্ত দেখল সিডনি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৮ জুলাই ২০২১

দুই সপ্তাহ ধরে লকডাউন চলা সত্ত্বেও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) এই শহরে ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের হার ৩৭০ ছাড়িয়েছে রাজ্যেটিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষ একে অন্যের বাড়িতে গিয়ে করোনার বিধিনিষেধ ভঙ্গ করছে। সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে তারা।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, আমাদের প্রয়োজন জনগণকে একে অপরের থেকে দূরে রাখা।

তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, দয়া করে ঘরের বাইরে যাওয়া বন্ধ করুন। কারণ অনেকেই করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঘুরছে এবং অন্যদের সংক্রমিত করছে।

অস্ট্রেলিয়ার এ বড় শহরটিতে প্রায় ৫০ লাখ মানুষ বসবাস করে। যাদের সবাইকে ১৭ জুলাই পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছে। সিডনির পাশাপাশি প্রতিবেশী ব্লুউ মাউনটেইন, সেন্ট্রাল কোস্ট, ওয়ালংগং এবং শোলহ্যাভেন এলাকায়ও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১০ শতাংশ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। ফাইজারসহ অন্যান্য টিকার সরবরাহে ঘাটতি রযেছে। ৪০ বছরের নিচে অধিকাংশ মানুষ এখনও টিকা নিতে পারেনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সিডনির ভয়াবহ অবস্থা মোকাবিলার জন্য তিন লাখ ডোজ টিকা দেয়ার ঘোষণা দিয়েছেন।

এমএসএম/বিএ/এএসএম