ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৪ নভেম্বর ২০১৪

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। সারা বিশ্বের মতো দেশেও নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৪’ পালন করা হবে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- ‘স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে শুরু হোক সকালের নাস্তা’।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বে ১৪ নভেম্বর দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার জাতিসংঘে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের প্রস্তাব দেয়। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে সর্বসম্মতিক্রমে বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিনটি ইনসুলিনের আবিষ্কারক ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন। ১৯২১ সালে কুকুরের শরীরে গবেষণা চালিয়ে ইনসুলিন আবিষ্কার করেন ডা. ফ্রেডেরিক ব্যান্টিং ও তার সহকর্মী চার্লস বেস্ট। যা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে।