বোমা আতঙ্কে প্যারিসগামী বিমানের গতিপথ পরিবর্তন
বোমা আতঙ্কে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমান গতিপথ পরিবর্তন করে কানাডার মন্ট্রিলে অবতরণ করেছে। ২৩১ যাত্রী ও ১৫ ক্রু নিয়ে বিমানটি উড্ডয়নের পর যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে গতিপথ পরিবর্তন করা হয়।খবর রয়টার্স।
মন্ট্রিলের ট্রুডো বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় সানফ্রান্সিসকো থেকে এয়ার ফ্রান্সের এএফ-৮৩ বিমানটি যাত্রা শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্যারিসে পৌঁছানোর কথা ছিল বিমানটির।
যাত্রীদের মধ্যে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে গতিপথ পরিবর্তন করে কানাডার মন্ট্রিলে অবতরণ করা হয়। এয়ার ফ্রান্সের কর্তৃপক্ষের যোগোযোগ করা হচ্ছে বলে ওই মুখপাত্র জানান। একইসঙ্গে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তারা যাত্রীদের বিভিন্ন বিষয়ে জেরা করছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা