ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ পিএম, ৩০ জুন ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইউরো ফুটবল ম্যাচ থেকে স্কটল্যান্ডে করোনায় আক্রান্ত ২ হাজার

স্কটল্যান্ডে ইউরো ২০২০ ফুটবল ম্যাচ থেকে প্রায় দুই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এসব মানুষের দেহে করোনা সংক্রমণের সঙ্গে স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড ফুটবল ইউরো ম্যাচের সংযোগ পাওয়া গেছে। পাবলিক হেলথ স্কটল্যান্ড (পিএইচএস) জানিয়েছে, তারা প্রায় ১৯৯১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করেছেন যাদের দুই-তৃতীয়াংশই জানিয়েছে তারা ওই ম্যাচ দেখতে গত ১৮ জুন লন্ডন সফর করেছিলেন।

এর মধ্যে ৩৯৭ জন সমর্থক ওয়েম্বলি স্টেডিয়ামে ছিলেন। পিএইচএস জানিয়েছে, ৫৫ জনের আক্রান্তের সঙ্গে গ্লাসগোর ফ্যানজোনের ম্যাচ, ৩৮ জনের আক্রান্তের সঙ্গে স্কটল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচ এবং ৩৭ জনের আক্রান্তের সঙ্গে স্কটল্যান্ড বনাম চেক রিপাবলিকের ম্যাচের সম্পর্ক রয়েছে।

পিএইচএসের ওই রিপোর্টে বলা হয়েছে, চলমান ইউরোতে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। ১৪৭০ জনের সংক্রমণের তিন-চতুর্থাংশই ২০ থেকে ৩৯ বছর বয়সী। আর এই সংখ্যার প্রতি ১০ জনের ৯ জনই পুরুষ।

কানাডায় তীব্র দাবদাহ, মৃতের সংখ্যা ১৩০

কানাডায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে পুরোনো সব রেকর্ড ভেঙেছে সাম্প্রতিক দাবদাহ। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ভ্যানকুভার এলাকায় ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দাবদাহে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে অধিকাংশই প্রবীণ অথবা অন্য কোনও অসুস্থতায় ভুগছিলেন।

গত তিনদিন ধরেই কানাডায় তাপমাত্রার রেকর্ড হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট), যা কানাডীয়রা আগে কখনোই দেখেনি।

এই সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা আগে কোনো দিন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও ওঠেনি। এদিকে, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলেও তাপমাত্রার রেকর্ড হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে ৮ কিলোমিটার দূরে নৌকাটি উল্টে যায়। নৌকাটির ৪৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের ভূমধ্যসাগরীয় দ্বীপটিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও আরও ৯ আরোহী নিখোঁজ রয়েছে।

সাম্প্রতিক সময়ে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ নিজেদের দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছে। এ সময় বহু মানুষ সাগরে ডুবে প্রাণ হারাচ্ছে। তারপরেও সাগরপথে জনস্রোত কোনভাবেই ঠেকানো যাচ্ছে না।

কৃষ্ণসাগরে উসকানিমূলক তৎপরতার বিষয়ে মস্কোর হুঁশিয়ারি

কৃষ্ণসাগরে রাশিয়ার জলসীমার কাছে যে কোনো ধরনের উসকানিমূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, কৃষ্ণসাগরে যে কোনো উসকানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেডলাইন অতিক্রমের শামিল।

এই ‘ঝুঁকিপূর্ণ পরীক্ষা’র ফলে আঞ্চলিক পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন উলিয়ানোভ।

সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারের অনুপ্রবেশের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার রেডলাইন অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ভারতে ২৪ ঘণ্টায় ৮১৭ মৃত্যু, শনাক্ত ৪৫৯৫১

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গতকালের চেয়ে বাড়লেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও কম মৃত্যু হয়েছে দেশটিতে। এছাড়া একদিনে আক্রান্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষ, যা গতকালের চেয়ে আট হাজার বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জনে।

একই সময়ে ১৯ লাখ ৬০ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৫ হাজার ৯৫১ জন। গতকাল (২৯ জুন) আক্রান্ত হয়েছিল ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি তিন লাখ ৬২ হাজার ৮৪৮ জন।

কিম জং উনের দেশেও কি করোনার হানা?

এক বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ড চালিয়ে যাচ্ছে ঘাতক করোনাভাইরাস। বিশ্বব্যাপী সাড়ে ৩৯ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন সোয়া ১৮ কোটি মানুষ। তবে এতকিছুর পরও উত্তর কোরিয়ায় করোনায় মৃত্যু বা আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। তবে সম্প্রতি করোনা সংশ্লিষ্ট ঘটনায় কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বদলি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ ঘটনার জেরে ধারণা করা হচ্ছে এবার কিমের দেশেও আঘাত হেনেছে করোনা।

এনডিটিভি জানিয়েছে, চীন থেকে করোনাভাইরাস ছড়ানোর পর গত বছরের জানুয়ারি থেকে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটিতে করোনার উপস্থিতি পাওয়া গেছে কি-না তা কোনোভাবেই জানা যায়নি। তারাও জনসমুক্ষে সংক্রমণের বিষয়ে কিছু জানায়নি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছেও কোনো তথ্য দেয়নি তারা। বরং দেশটিতে একজনও করোনায় আক্রান্ত হননি বলে এর আগে দাবি করেছেন কিম জং উন।

ভারত থেকে টিকা কেনার চুক্তি স্থগিত করল ব্রাজিল

ভারতের আবিষ্কৃত করোনা টিকা কোভ্যাক্সিনের দুই কোটি ডোজ কিনতে ৩২ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করেছিল ব্রাজিল সরকার। তবে সেই চুক্তি করতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো অনিয়মের আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কেনার চুক্তি আপাতত স্থগিত করেছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভারতের কাছ থেকে টিকা কেনার চুক্তিতে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের জন্য গলার কাঁটা হয়ে ওঠে।

গত সোমবার বোলসোনারো বলেছেন, তিনি ভারতের সঙ্গে টিকা চুক্তিতে কোনো অনিয়মের কথা জানেন না। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি এ সংক্রান্ত উদ্বেগের বিষয়ে প্রেসিডেন্টকে আগেই সতর্ক করেছিলেন।

জুডো ক্লাসে ২৭ বার আছাড় খেয়ে ৭ বছর বয়সীর মৃত্যু

জুডো ক্লাসে সহপাঠী এবং কোচের হাতে গুনে গুনে ২৭ বার আছাড় খাওয়ার পর প্রথমে কোমায় এবং পরে মৃত্যু হয়েছে সাত বছর বয়সী এক বালকের। সেসময় তার চাচা পাশে দাঁড়িয়ে গোটা ঘটনা ভিডিও করলেও একটিবারের জন্য বাধা দিতে যাননি। এমনকি আইনি ব্যবস্থাও নেয়া হয়েছে ঘটনার অনেক পরে।

বিবিসির খবর অনুসারে, গত এপ্রিলে তাইয়ানের একটি জুডো ক্লাসে ওই শিশুটিকে ব্যবহার করে প্রথমে সহপাঠী এবং পরে সেখানকার কোচ একনাগাড়ে বেশ কয়েকবার মেঝেতে আছাড়ে ফেলার প্র্যাকটিস করেন। এতে মাথায় গুরুতর আঘাত পায় ছেলেটি। তার নাম প্রকাশ করা হয়নি।

জানা যায়, জুডো ক্লাস থেকে আঘাত পেয়ে ছেলেটি কোমায় চলে যায় এবং তাকে লাইফ সাপোর্ট দেয়ার প্রয়োজন পড়ে। তবে বিষয়টি গোপন রাখেন তার বাবা-মা।

আফগানিস্তানকে ‘যুদ্ধরত’ রেখেই বিদায় নিল সব জার্মান সেনা

আফগানিস্তান যুদ্ধের পাট চুকিয়ে বিদায় নিল জার্মানির সব সেনা। তবে যে শান্তিপ্রতিষ্ঠার কথা বলে ২০ বছর আগে তারা অভিযান শুরু করেছিল, আফগানিস্তানকে আজ প্রায় সেই একই দশায় রেখেই বিদায় নিয়েছে জার্মান সৈন্যরা। এখনো এশীয় দেশটির একাংশ তালেবানের নিয়ন্ত্রণে, সেখানে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এ অবস্থায় শুধু জার্মানিই নয়, যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটভুক্ত সব দেশই মাস তিনেকের মধ্যে সব সেনা প্রত্যাহার করতে পারে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে তাদের সব সেনা ঘরে ফিরছে। এর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক অধ্যায় শেষ হলো। জার্মান সেনারা আফগানিস্তানে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।

জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, আফগানিস্তানে আর একজনও জার্মান সেনা নেই। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

করোনায় মৃত্যু সাড়ে ৩৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭২ হাজার ৭৭২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ নয় হাজার ৬৪১ জন।

বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার (২৯ জুন) ২৪ ঘণ্টায় ছয় হাজার ৩৬৭ জনের মৃত্যু এবং তিন লাখ ২২ হাজার ৫২৫ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ১২৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৩২৫ জন।

টিটিএন/জেআইএম