ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনার দ্বিতীয় ধাক্কায় মৃতপ্রায় সিডনি

মো. ইয়াকুব আলী | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৯ জুন ২০২১

বৃহত্তর সিডনি, ব্লু মাউন্টেইনস, সেন্ট্রাল কোস্ট, ওলংগং এবং শেল হারবার এলাকায় ২৬ জুন সন্ধ্যা ছয়টা থেকে চলছে লকডাউন। যা বলবৎ থাকবে ৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সিডনিতে এখন চলছে শীতকাল আর উপরন্তু শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। সব মিলিয়ে বিষণ্ন পরিবেশ চারদিকে।

Austrelia6.jpg

টাউনহল স্টেশনের প্রায় জনমানবহীন কনকোর্স

করোনার প্রথম ধাক্কা ঠিকমতো কাটিয়ে উঠে যেই সিডনি তার আগের রূপে ফিরে যাচ্ছিল ঠিক তখনই এই দ্বিতীয় দফার আঘাতে সিডনি শহর যেন আজ মৃতপ্রায় নগরী।

Austrelia6.jpg

বিষণ্ণ জনশূন্য ডার্লিং হারবার

দেরিতে হলেও এ বছরের শীতকালীন সব উইন্টার ফেস্টিভ্যালগুলো শুরু হওয়ার পরিকল্পনা নিচ্ছিল স্থানীয় কাউন্সিলগুলো। আর শীতকালে সবচেয়ে বড় উৎসব ভিভিড সিডনির প্রস্তুতিও চলছিল জোরেসোরে।

Austrelia6.jpg

জনমানবহীন ডার্লিং হারবারের পায়ে হাঁটা সেতু

ভিডের তারিখ নির্ধারণ করা হয়েছে এ বছরের ৬ আগস্ট থেকে ২৮ আগস্ট। অবশ্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্তের কথা জানাননি।

Austrelia6.jpg

স্বয়ং কুইন ভিক্টরিয়াও বিষণ্ণ!

গত বছর কোভিডের প্রকোপে ভিভিড অনুষ্ঠিত হয়নি তাই এ বছর মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। এখন দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোনো দিকে মোড় নেয়।

Austrelia6.jpg

সিডনির রাস্তার সিগনালগুলোও মৃতপ্রায়, ট্রান্সপোর্ট চলছে ঘড়ি ধরে

এই প্রতিবেদক ২৯ আগস্ট সিডনি সিটির বিভিন্ন দর্শনীয় স্থান, রাস্তাঘাট, রেলস্টেশন, ট্রেন বাসের ছবি তুলছেন যেগুলো দেখলে চিরাচরিত সিডনিকে যেন আর চেনা যায় না।

এমআরএম/এমএস