ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পরীক্ষামূলক ব্যবহার শুরু হচ্ছে ইবোলা ওষুধের

প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

পশ্চিম আফ্রিকার কয়েকটি ক্লিনিকে এবোলা রোগের বিরুদ্ধে তিনটি নতুন ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মেডিকেল ত্রাণ সংস্থা মেদসা সঁ ফ্রতিয়ে বা এমএসএফ।

তারা আরও জানায়, এই রোগ সংক্রমণের পর প্রথম ১৪ দিন খুবই গুরুত্বপূর্ণ। আর এই সময়ে এমএসএফের ডাক্তারা দুটি অ্যন্টি-ভাইরাল ওষুধ এবং এবোলা থেকে প্রাণে বেঁচে যাওয়া রোগীর রক্তের প্লাজমা ব্যবহার করে নতুন করে এবোলায় আক্রান্তদের বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন।

এমএসএফ বলছে, তারা এই পরীক্ষায় অংশ নিয়েছে কারণ তাদের আশা এর মধ্যে দিয়ে এবোলায় আক্রান্তদের দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখার উপায় খুঁজে পাওয়া যাবে। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে এ পর্যন্ত ৫০০০ মানুষ এবোলা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এবোলায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৫০% থেকে ৮০%। -বিবিসি