ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অ্যাস্ট্রাজেনেকার পর মডার্নার টিকা নিলেন মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০১ এএম, ২৩ জুন ২০২১

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দেশটির সরকারি মুখপাত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৬৬ বছর বয়সী মেরকেল এপ্রিল মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এপ্রিলে মেরকেলের মুখপাত্র তার টিকা নেয়ার একটি ছবি টুইট করেছিলেন।

বিশেষজ্ঞরা মনে করেন, করোনার টিকাগুলোর মিশ্র ডোজ একটি ভাল ধারণা হতে পারে তবে এ ব্যাপারে এখনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর শরীরে রক্তজমাট বাধার বিষয়টি সামনে আসার পর মার্চে জার্মানি ও ইউরোপের কয়েকটি দেশে এই টিকাদান স্থগিত করা হয়েছিল।

ডয়চে ভেলের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, জার্মানি এর আগে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই টিকাদানে নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে বর্তমানে প্রাপ্তবয়স্ক সবাইকে এই টিকা দেয়ার কথা বলা হয়েছে।

ধীরে শুরু হলেও সাম্প্রতিক সময়ে জার্মানিতে টিকাদান প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। জার্মানির অর্ধেকের বেশি নাগরিক করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

এআরএ/এমকেএইচ