সিরিয়ায় বিমান হামলায় ৩২ আইএস জঙ্গি নিহত
সিরিয়ার রাক্কায় রোববার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩২ আইএস জঙ্গি নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ তথ্য জানায়।
রাক্কা শহর আইএস এর মূল ঘাঁটি উল্লেখ করে সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, শহরটিতে অবস্থানরত তথ্যদাতার বার্তার ভিত্তিতে রোববার উত্তর, পূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় আইএস এর ঘাঁটি লক্ষ্য করে ১৫ দফা বিমান হামলা চালানো হয়।
রাক্কার একটি হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।
তারপর থেকে আইএস, বিশেষ করে, সিরিয়ায় অবস্থিত আইএস জঙ্গিদের উপর বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী। ওই জোটে ফ্রান্সও রয়েছে। এছাড়া রাশিয়া ও জার্মানিও গেছে শক্ত অবস্থানে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা