সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৯ জুন ২০২১
প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরানের প্রেসিডেন্ট হলেন রাইসি
ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ৬০ বছর বয়সী রক্ষণশীল নেতা ইব্রাহিম রাইসি। চুড়ান্ত ফলাফল প্রকাশের পর দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণার করা হয় রাইসির নাম। আগামী আগস্ট মাস থেকে তিনি বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভোটারদের ধন্যবাদ জানান রাইসি। ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জামাল অর্ফ জানিয়েছেন, ২ কোটি ৮৬ লাখ মানুষ শুক্রবারের নির্বাচনে অংশ নিয়েছেন। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ৬২ শতাংশের বেশি ভোট পেয়েছেন রাইসি। তাকে ভোট দিয়েছেন ১ কোটি ৭৮ লাখ মানুষ।
মধ্যপ্রাচ্যের ৪ দেশ থেকে প্রতিরক্ষা ইউনিট সরাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে মোতায়েন বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বেশ কয়েকটি আকাশপ্রতিরক্ষা ইউনিট সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টার মধ্যেই এই পদক্ষেপ নিল পেন্টাগন। দেশগুলো হলো ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব। এছাড়া ট্রাম্পের আমলে সৌদিতে পাঠানো টার্মিনাল হাই অ্যাল্টিচিউড এরিয়া ডিফেন্স বা থাড নামে আরেকটি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থাও ফিরিয়ে নেয়া হচ্ছে।
ঘুম ভাঙল জাতিসংঘের: মিয়ানমারের ওপর অস্ত্রনিষেধাজ্ঞার প্রস্তাব
অবশেষে যেন ঘুম ভাঙল জাতিসংঘের। গত মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের চার মাস পরে তাদের ওপর অস্ত্রনিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আন্তঃসরকার সংস্থাটি। পাশাপাশি, দেশটির জান্তা সরকারের প্রতি একটি নিন্দাপ্রস্তাবও গৃহীত হয়েছে সেখানে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর অস্ত্রনিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন দিয়েছে ১১৯টি দেশ। স্বৈরশাসিত বেলারুশই একমাত্র এর বিপক্ষে মত দেয়। আর চীন-রাশিয়াসহ মোট ৩৬টি দেশ প্রস্তাবে মতামত দেয়া থেকে বিরত থাকে।
মাথায় ফুল গুঁজে সু চির জন্মদিনে সমর্থকদের বিক্ষোভ
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির ৭৬তম জন্মদিনে তার মুক্তির দাবিতে মাথায় ফুল গুঁজে মিছিল করেছেন তার সমর্থকরা। সেনাঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সু চি বর্তমানে রাজধানী নেপিডোতে নিজ বাড়িতে গৃহবন্দি আছেন। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল করে জান্তা। এরপর থেকে প্রতিদিনই মিয়ানমারে গণবিক্ষোভ চলছে।
ভারতে ছেলের হাতে খুন মা-বাবাসহ পরিবারের ৪ সদস্য
ভারতের পশ্চিমবঙ্গের মালদায় একটি গুদামঘর থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযোগের তীর তাদের ১৯ বছরের ছেলে আসিফ মোহাম্মদের দিকে। জিজ্ঞাসাবাদে আসিফ নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
নেপালে বন্যায় ১৬ জনের প্রাণহানি, নিখোঁজ ২২
নেপালে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত এক সপ্তাহে দেশটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন জন বিদেশি নাগরিক রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ২২ জন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অতি বন্যার কবলে পড়েছে দেশটির ৬টিরও বেশি জেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জনজীবন।
করোনার তৃতীয় ঢেউ আসছে ভারতে
ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য এবং আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হতে যাচ্ছে। এভাবেই করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে সতর্ক করেছেন দিল্লিতে অবস্থিত এইমস হাসপাতালের প্রধান ডা. রনদ্বীপ গুলেরিয়া। ভারতের বিভিন্ন স্থানে গত কয়েক সপ্তাহ ধরে চলা কঠোর লকডাউন শিথিল হতে শুরু করার মধ্যেই এমন আশঙ্কার কথা জানালেন গুলেরিয়া। দেশটিতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশাল জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনা।
টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় প্রায় ৪০ দেশ: ডব্লিউএইচও
বিশ্বের ৩০ থেকে ৪০টি দেশ তাদের নাগরিকদের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে পারছে না। বিশেষ করে যেসব নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল তারাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের শীর্ষ উপদেষ্টা ব্রুস এলওয়ার্ড। ওই কর্মকর্তা জানান, বিশ্বের বহু দেশে ভ্যাকসিন সঙ্কট দেখা দিয়েছে। দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। এছাড়া যেসব দেশ ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকার ওপর নির্ভরশীল তাদের টিকা পাওয়ায় অনিশ্চয়তা বেড়েছে বহুগুণ।
যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপ
যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রায় এক বছর পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। অপ্রয়োজনীয় ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য দেশগুলো হলো-আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান, লেবানন, নিউজিল্যান্ড, মেসিডোনিয়া, রুয়ান্ডা, সিঙ্গাপুর, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং চীন।
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নিলেন গুতেরেস
টানা দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্বজুড়ে চলমান করোনা মহামারি থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন ৭২ বছর বয়সী পর্তুগীজ রাজনীতিবিদ গুতেরেস।
এএমকে/এএসএম