ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত চিড়িয়াখানার ৪ সিংহ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:১০ এএম, ১৯ জুন ২০২১

তামিলনাড়ুর আরিগনার আন্না জুওলজিক্যাল পার্ক চিড়িয়াখানায় সম্প্রতি চারটি সিংহের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। জিনোম সিকোয়েন্স থেকে জানা গেছে, সিংহগুলো করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত, যা ভারতীয় ভ্যারিয়েন্ট নামেও পরিচিত।

শনিবার (১৯ জুন) পার্ক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

চলতি বছরের ১১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করে। সংস্থাটির মতে, এই ভ্যারিয়েন্ট বা ধরনটি উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন।

গত ২৪ মে পার্কটিতে থাকা ১১টি সিংহের এবং ২৯ মে সাতটি সিংহের নমুনা পরীক্ষার জন্য আইসিএআর-ন্যাশনাল ইন্সটিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস, ভোপালে পাঠানো হয়।

৩ জুন জানা যায়, ৯টি সিংহ করোনাভাইরাসে আক্রান্ত। এরপর থেকে পশুগুলো চিকিৎসাধীন। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুরোধে সিংহগুলো থেকে সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসে ওই চিড়িয়াখানায় নীলা নামে ৯ বছর বয়সী একটি সিংহী এবং পাথ্বানাথান নামে ১২ বছর বয়সী একটি সিংহের মৃত্যু হয়।

এসএস/এমএস