ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন রদবদল চুক্তি বাতিল করল ফিলিস্তিন
ইসরায়েলের সঙ্গে করা সাম্প্রতিক ভ্যাকসিন বদল চুক্তি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য, ইসরায়েলের দেয়া ভ্যাকসিনগুলোর মেয়াদ ফুরিয়ে আসার পথে।
এর আগে ফিলিস্তিন যখন এই বদল চুক্তি করেছিল, তখনই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলেছিলেন, ইসরায়েলের কাছ থেকে অকেজো ভ্যাকসিন নেয়া হচ্ছে যা আদৌ কোনো ফল দেবে না।
শুক্রবার এ বিষয়ে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-খলিফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে দেশটির অন্যতম মুখপাত্র ইব্রাহিম মেলহেম বলেন, ‘আজ সন্ধ্যায় ইসরায়েল থেকে পাওয়া ফাইজার ভ্যাকসিনের প্রথম চালানগুলো পরীক্ষা করে দেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখান থেকে এটা স্পষ্ট যে, হাতে আসা ৯০ হাজার ডোজ টিকা চুক্তিপত্রের শর্ত পূরণ করেনি।’
‘সে কারণে প্রধানমন্ত্রী মুহাম্মাদ শিতায়হের নির্দেশ অনুযায়ী ভ্যাকসিন বদলের চুক্তি বাতিল করা হচ্ছে এবং ইসরায়েল থেকে আসা ভ্যাকসিনগুলো ফেরত দেয়া হচ্ছে।’
এর আগে মেয়াদ প্রায় ফুরিয়ে আসা ১০ লাখ ডোজ ভ্যাকসিন ফিলিস্তিনকে দিয়ে বদলে আগামী বছরের শেষ নাগাদ মেয়াদ আছে এমন ভ্যাকসিন নেয়ার কথা শুক্রবার জানায় ইসরায়েল।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় জানায়, ‘ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে একটি চুক্তি করেছে এবং সে অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হয়ে আসা প্রায় ১০ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনকে দেয়া হবে।’
এমনকি চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ১৪ লাখ ডোজ পর্যন্ত আদান-প্রদান হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে এতে ঠিক কবে নাগাদ ভ্যাকসিনগুলোর মেয়াদ ফুরিয়ে আসছে তা বলা হয়নি।
এসএস/এমএস