দুই মাস পর ভারতে দৈনিক মৃত্যু দেড় হাজারের ঘরে
গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার (১৮ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান বলছে, সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩।
তবে গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। প্রায় দু’মাস পর দেশের দৈনিক মৃত্যু এতটা কম হলো। এর আগে, গত ১৮ এপ্রিল দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। এ নিয়ে ভারতে করোনাভাইরাস মোট ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। তামিলনাড়ুতে ২১০ এবং কর্নাটকে ১৩৮। কেরালায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেমেছে ১০০-র নিচে। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু ৫০ এর বেশি হলেও, বাকি সব রাজ্যে তা ৫০ এর কম।
এদিকে, গত এক মাস ধরে নতুন আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন। দৈনিক সংক্রমণের হার নেমেছে ৪ শতাংশের নিচে।
যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ মৃত্যু ও শনাক্তের সংখ্যার সঙ্গে ওয়ার্ল্ডোমিটারসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটের তথ্যের কিছু তারতম্য রয়েছে।
এসএস/এমএস