ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জামাইষষ্ঠীতে পূর্ণদিবস ছুটি পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৫ জুন ২০২১

এতদিন জামাইষষ্ঠীতে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীরা ছুটি পেতেন অর্ধদিবস। তবে এবার আর অর্ধেক নয়, পূর্ণদিবস ছুটিই পাচ্ছেন তারা। বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের সকল সরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নবান্ন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পূর্বঘোষণা অনুসারে বুধবার থেকে পশ্চিমবঙ্গের সকল সরকারি অফিস চালু হওয়ার কথা ছিল।

গত সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হবে রাজ্যের সব সরকারি অফিস। সাধারণ সময় অনুযায়ী কবে কোন কর্মীদের অফিস যেতে হবে, তা ঠিক করে দেয়া হবে। চলাচলের জন্য অফিসের পক্ষ পরিবহনের ব্যবস্থাও করা হবে।

তবে মঙ্গলবার জানানো হয়েছে, জামাইষষ্ঠীর কারণে এখন বুধবার নয়, বৃহস্পতিবার থেকে খুলবে পশ্চিমবঙ্গের সরকারি অফিসগুলো।

এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে, জামাইষষ্ঠীর জন্য ১৬ জুন সকল সরকারি অফিস, পৌরসভা, পঞ্চায়েত, অভ্যন্তরীণ সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

অবশ্য করোনাবিধির কারণে গত বছরের মতো এবারও জামাইষষ্ঠীতে বাইরে বেরোতে পারছেন না বেশিরভাগ মানুষ। ফলে এবারও হয়তো আনন্দ মাটি হতে চলেছে তাদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কেএএ/এমকেএইচ