জি৭: মহামারি পরবর্তী কর্মপরিকল্পনা জানা যাবে আজ
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে যে সংকট তৈরি হয়েছে, সেই একই ভুল যেন ভবিষ্যতে আর না হয় তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা ও নিজেদের সবটুকু সম্পদ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন জি৭ নেতারা। শনিবার এবারের জি৭ সম্মেলনের দ্বিতীয় দিনে এ সংক্রান্ত একগুচ্ছ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জি৭ বা গ্রুপ অব সেভেন হচ্ছে বিশ্বের অন্যতম সাত অর্থনৈতিক শক্তি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালির মধ্যকার একটি আন্তঃসরকার জোট। এ বছর যুক্তরাজ্যের কর্নওয়ালে অনুষ্ঠিত হচ্ছে তাদের সম্মেলন। এতে সাত দেশের সরকারপ্রধানের পাশাপাশি অংশ নিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দুই রাজনীতিবিদও।
কী ব্যবস্থা আসছে?
বিবিসির খবর অনুসারে, শনিবার সম্মেলনের এক বিশেষ অধিবেশনে ‘কারবিস বে ঘোষণা’ দেবেন জি৭ নেতারা। এতে করোনা মহামারিতে মানবিক ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের মতো ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে ব্যবস্থার কথা উল্লেখ থাকবে।
জি৭ নেতাদের ঘোষণায় যেসব বিষয় উল্লেখ থাকতে পারে, সেগুলো হচ্ছে-
ভবিষ্যতে যেকোনো ধরনের টিকা, চিকিৎসা ও ডায়াগনোস্টিক তৈরি থেকে শুরু করে অনুমোদনের সময়সীমা ১০০ দিনের নিচে নামিয়ে আনা হবে।
বৈশ্বিক নজরদারি নেটওয়ার্ক এবং জিনোমিক সিকোয়েন্সিংয়ের সক্ষমতা আরো বাড়ানো হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সংস্কার ও শক্তিশালীকরণে সহযোগিতা করা হবে।
শিল্প, সরকার ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের একদল আন্তর্জাতিক বিশেষজ্ঞের সাম্প্রতিক সুপারিশ প্রতিবেদনের ভিত্তিতে জি৭ এই ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।
কেএএ/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার