ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কর্মীদের কাজে ফেরাচ্ছে এয়ার কানাডা

আহসান রাজীব বুলবুল | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১১ জুন ২০২১

ভ্রমণের চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় কানাডায় এয়ার কানাডা কর্মীদের পুনরায় ডাকা শুরু করছে। সেবা দেয়ার প্রস্তুতি নিতে তারা ২ হাজার ৬০০ জনেরও বেশি কর্মীকে পুনরায় ডাকবে। এছাড়া কর্মীদের পুনর্বাসনের জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মীদের জুন এবং জুলাই মাসে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।

এয়ার কানাডার মুখপাত্র পিটার ফিৎজপ্যাট্রিক বলেন, বিমান সংস্থাগুলো শ্রমিকদের পুনরায় ডাকছে কারণ টিকাদানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কোভিড-১৯ শনাক্তের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং সরকারি নিষেধাজ্ঞাগুলো সহজ হচ্ছে।

তিনি জানান, এই প্রক্রিয়া কর্মীদের পুনরায় ডাকা, এয়ারলাইন্সের নেটওয়ার্ক পুনর্নির্মাণ এবং ভ্রমণের প্রত্যাশিত চাহিদা মেটাতে তাদের প্রচেষ্টার অংশ।

এয়ার কানাডা গত বছরের মার্চ মাসে সংকট শুরু হওয়ার পর কয়েক হাজার শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করেছিল।

তবে চলতি বছরের এপ্রিল মাসে, এয়ারলাইন্স অটোয়ার সঙ্গে ৫.৯ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।

বৈশ্বিক মহামারির করোনায় কানাডায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ারলাইন্স ব্যাবসা। এ পেশার শ্রমজীবী নারী ও পুরুষ অনেকেই ইতিমধ্যে তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছেন।

এমএইচআর/জিকেএস