ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দ. কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৮ এএম, ১০ জুন ২০২১

দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর বহুতল একটি ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচতলা ভবনটি একটি বাসের ওপর ধসে পড়েছে।

ওই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানজু শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। জাতীয় দমকল সংস্থা জানিয়েছে, বাসে ১৭ জন আরোহী ছিল। এটি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময়ই ভবনটি ধসে পড়ে।

কী কারণে ওই বহুতল ভবন ধসে পড়েছে তা এখনও পরিষ্কার নয়। ধ্বংসস্তুপের নিচে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

jagonews24

ভবন ধসে পড়ার আগে সেখান থেকে সব কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়েছে। দমকল কর্মকর্তা কিম সিওক সান টেলিভিশনে দেয়া এক ভাষণে এ তথ্য নিশ্চিত করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থেমে থাকা বাসের ওপর হঠাৎ করেই একটি বহুতল ভবন ধসে পড়ছে। ওই ভবনের পাশের রাস্তায় দোকান চালান ইয়াং ইক জে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল পৃথিবী কাঁপছে।

টিটিএন/এমকেএইচ