ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৭ জুন ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪০
পাকিস্তানে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সময় সোমবার সকালে সিন্ধু প্রদেশের গোতকি জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামে একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে সেটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪, নিখোঁজ অনেকে
ভারতের একটি রাসায়নিক কারখানার স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

সোমবার মহারাষ্ট্রের একটি কারখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মিয়ানমারের ‘ঐক্য সরকার’ হঠাৎ রোহিঙ্গাদের স্বীকৃতি দিল কেন?
মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে অবস্থান পরিষ্কার না করলে সেটি মিলবে কিনা তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ফরেন অ্যাফেয়ার্স কমিটির এক শুনানিতে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়।

সেই শুনানিতে এনইউজির এক দূতকে মার্কিন কংগ্রেসম্যান ব্রাড শেরম্যান প্রশ্ন করেছিলেন, রোহিঙ্গাদের বিষয়ে তাদের অবস্থান কী? সেসময় এর কোনো সদুত্তর দিতে পারেননি ওই দূত। এরপর এনইউজি রোহিঙ্গা ইস্যুতে যে তাদের অবস্থান বদলেছে, তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকে।

করোনার চেয়েও বড় অর্থনৈতিক ধাক্কা দেবে জলবায়ু পরিবর্তন
বৈশ্বিক তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা না গেলে ব্যাপক অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন হতে হবে বিশ্বের ধনী দেশগুলোকে। ক্ষতির সে পরিমাণ হতে পারে করোনা মহামারিকালীন অর্থনৈতিক সংকটের চেয়েও দ্বিগুণ। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে, অক্সফাম ও এসআরই নামের একটি গবেষণা সংস্থা।

তারা জানিয়েছে, ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নির্গমন মোকাবিলায় ব্যর্থ হলে আগামী ৩০ বছরের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ জিডিপি হারাতে পারে জি-৭ভুক্ত দেশগুলো। যার পরিমাণ হবে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার। এতে বেশি হুমকির মুখে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

ভ্যাকসিন নেয়া ভ্রমণকারীদের আমন্ত্রণ জানাচ্ছে স্পেন
ভ্যাকসিন নিলেই যাওয়া যাবে স্পেনে। কারণ সোমবার থেকে স্পেন তাদের সীমান্ত খুলে দিয়েছে। বিশ্বের যে কোনো দেশ থেকে ভ্যাকসিন নেয়া ভ্রমণকারীরা চাইলেই এখন থেকে স্পেনে যেতে পারবেন।

করোনা মহামারি শুরুর পর থেকে স্পেনে পর্যটনখাতে রীতিমত ধস নেমেছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তাই এখন সীমান্ত খুলে দিয়ে ভ্রমণকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে চাইলেই যে কেউ দেশটিতে যেতে পারবেন না। শুধুমাত্র ভ্যাকসিন নিয়েছেন এমন লোকজনকেই এখন কোনো ঝামেলা ছাড়াই স্পেনে প্রবেশের অনুমতি দেয়া হবে।

উইঘুরসহ সংখ্যালঘুদের জন্মহারে লাগাম টানতে চায় চীন
সম্প্রতি চীনের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দুই সন্তান নীতি থেকে বেরিয়ে তিন সন্তান নীতি গ্রহণ করেছে দেশটি। একদিকে চীন চাচ্ছে নিজেদের জনসংখ্যা বৃদ্ধি পাক। অন্যদিকে ভিন্ন নিয়ম অবলম্বন করা হচ্ছে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে।

সংখ্যালঘু জনসংখ্যা নিয়ন্ত্রণে চীন নানা পদক্ষেপ নিচ্ছে। জিনজিয়াংয়ে বাসবাসকারী সংখ্যালঘুদের চাকরি বা কাজের সন্ধানে পাঠানো হচ্ছে বহুদূরের স্থানে। এমনকি অন্য প্রদেশেও পাঠানো হচ্ছে। যেন নিজেদের আবাস থেকে দূরে অবস্থান করতে হয় তাদের। এর পেছেনে প্রধানত দুটি কারণ রয়েছে, প্রথমত উইঘুর মুসলিমসহ অন্যান্যা সংখ্যালঘুদের জন্মহার কমানো। এছাড়া অন্য প্রদেশে পাঠিয়ে সেখানকার মানুষ তথা চীনের মূল হ্যান সংস্কৃতির সঙ্গে সংখ্যালঘুদের খাপ খাইয়ে নিতে বাধ্য করা।

মালয়েশিয়ায় করোনা শনাক্তে ড্রোন
মালয়েশিয়ায় করোনা শনাক্তে যুক্ত করা হয়েছে ড্রোন। ভাইরাসের তাপমাত্রা শনাক্তে এ ড্রোন ব্যবহার করছে দেশটির আইন শৃঙ্খলাবাহিনী। এদিকে সংক্রমণ নির্মূলে চলছে দুই সপ্তাহের কড়া লকডাউন। আর এ লকডাউনের মাঝেও ভ্রমণ নিষেধাজ্ঞার প্রয়োগ করতে ড্রোন ব্যবহার করবে বলেও পুলিশ সতর্ক করে দিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশ কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে উচ্চ তাপমাত্রার লোকদের শনাক্ত করতে ড্রোন ব্যবহার করছে।

আগামী সোমবার থেকে সু চির বিচার শুরু
মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চির বিচার আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। সু চির আইনজীবী এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ এনেছে ক্ষমতা দখল করা সামরিক জান্তা।

শ্রীলঙ্কায় প্রবল বর্ষণ ও বন্যায় নিহত ১৭
শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জন মারা গেছেন। এছাড়া হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েকদিনের টানা বৃষ্টিতে দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নদীগুলোতে গত সপ্তাহের শেষ নাগাদ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পানি প্রবাহিত হতে শুরু করে। এর ফলে নিম্নাঞ্চলের এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। হাজার হাজার মানুষ ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।

আফগান নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিল তালেবান
যেসব আফগান নাগরিক বিদেশি সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে তারা যদি অনুশোচনা প্রকাশ করে তবে তারা নিরাপদেই থাকতে পারবে বলে জানিয়েছে তালেবান। একই সঙ্গে এসব লোকজনের যুদ্ধ-বিধ্বস্ত দেশটি ছেড়ে যাওয়া উচিত নয় বলেও উল্লেখ করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তারা আমাদের কারণে কোনো বিপদে পড়বে না। কারোরই দেশ ছেড়ে যাওয়া উচিত নয়।’

কেএএ/এমএস