ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইমরান খান ও তাহিরুলেরে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৩ নভেম্বর ২০১৪

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান ডা. তাহিরুল কাদরির বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির সন্ত্রাসবিরোধী আদালত বুধবার এ নির্দেশ দেয়। খবর ডননিউজের।

সরকারবিরোধী আন্দোলনকালে গত ১ সেপ্টেম্বর দেশটির সংসদ ভবন ও পিটিভি কার্যালয়ে হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

এ ঘটনার পর জামিনের আবেদন করবেন না বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। ডি চকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তাকে গ্রেফতারে সরকারের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন ইমরান।

তিনি বলেন, ‘আমি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ভালো খবরটি শুনেছি। আমি এটা স্পষ্ট করতে চাই যে, ওই দিন আমি কন্টেইনারে ঘুমিয়ে ছিলাম।’

তিনি আরও বলেন, আগামী ৩০ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের জনসমাবেশের কর্মসূচির ঘোষণায় ভীত হয়ে মিয়া সাহেব (নওয়াজ শরীফ) এ পদক্ষেপ নিয়েছেন।