ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৩ নভেম্বর ২০১৪

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পশ্চিম আফ্রিকায় প্রাদুর্ভাব ঘটা মহামারী ইবোলায় ১৪ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। মূলত লাইবেরিয়া, গিনি ও সিয়েরালিওনে এ ভাইরাসের প্রকোপ বেশি।

স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, গিনি ও লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্তের হার অনেকটা কমে আসছে। তবে সিয়েরালিওনে এ হার কমছে না বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইবোলা ঠেকাতে অপর্যাপ্ত ব্যবস্থার কারণে সিয়েরালিওনে ভাইরাসটির প্রকোপ কমছে না বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে গত মঙ্গলবার মালিতে ইবোলা আক্রান্ত এক সেবিকার মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার