ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মীরে টিকাদান সফল করতে চিকিৎসকদের অন্যরকম লড়াই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৫ জুন ২০২১

করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম সফল করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারত শাসিত জম্মু-কাশ্মীরের চিকিৎসকরা। টিকা দিতে পায়ে হেঁটে নদী পার হতে দেখা গেছে টিকিৎসকদের। বার্তা সংস্থা এএনআই এমন একটি ভিডিও দিয়েছে টুইটারে। ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন ওই চিকিৎসকদের।

ভিডিওতে দেখা যায়, টিকার বক্স নিয়ে চিকিৎসকরা পায়ে হেঁটে নদী পার হচ্ছেন। প্রথমে দুই নারী ও একজন পুরুষকে হাটু পানি ভেদ করে নদী পার হতে দেখা যায়। নদীতে স্রোত থাকায় যেন পানিতে পড়ে যান এজন্য তারা একে অপরের হাত ধরে পার হান। পরে আরও দুজন পুরুষ একইভাবে নদী পার হন। তাদের হাতেও টিকার বক্স ছিল।

রাজৌরি জেলার কান্দি ব্লকের চিকিৎসক ডা. ইকবাল মালিক এএনআইকে বলেন, ‘শুক্রবার সেখানে ব্যাপক টিকা কার্যক্রম চালানো হয়। লক্ষ্য শতভাগ জনগোষ্ঠীকে টিকা প্রদান। এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলেও কাজ চলছে।’

চিকিৎসকদের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। টিকা দেয়ার জন্য তাদের এমন পরিশ্রমের প্রশংসা করেছেন অনেকেই।

তাদের এই কষ্টের প্রতিফলনও দেখা গেছে কাশ্মীরে। শুক্রবার (৪ জুন) প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই অঞ্চলে ৪৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৭১ দশমিক ৯৩ শতাংশকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে শোপিয়ান, গান্ডারবাল ও জম্মু জেলায় এই বয়সী নাগরিকদের শতভাগ টিকা সম্পন্ন হয়েছে।

এদিকে জম্মু-কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ ছাড়া এই অঞ্চলে বর্তমানে করোনা রোগী রয়েছেন ২৯ হাজার ৬১৫ জন।

ইএ/এএসএম