ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, সংক্রমণও

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৪ জুন ২০২১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১০৮ জন। আগের দিন বুধবার মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২১। ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৩০, কলকাতায় ২৭ ও হাওড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যাও কমেছে। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে আট হাজার ৮১১ জনের মধ্যে। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ তিন হাজার ৫৩৫।

রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (১,৮৪২)। তার পরেই রয়েছে কলকাতা (৯৭৬), হাওড়া (৬৫৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৯০), নদিয়া (৫২৬) ও পূর্ব মেদিনীপুর (৪৩৫)।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ হাজার ৫৬৮। এ দিন সংক্রমণের হার ছিল ১১.৯৭ শতাংশ। তবে মোট সংক্রমণের হার অতি সামান্য বেড়ে ১১.১০ শতাংশ হয়েছে।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২৫ হাজার ৮৩৪। বৃহস্পতিবার সক্রিয় রোগীর সংখ্যা আট হাজার ২৩৫ কমে হয়েছে ৬১ হাজার ৭৮০।

গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে টিকা পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৬৪২ জন। এখনও পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে টিকা পেয়েছেন এক কোটি ৫২ লাখ ৮১ হাজার ৩৫৬ জন।

বিএ/জেআইএম