পশ্চিমবঙ্গে করোনায় টিকা বণ্টনের দায়িত্বে থাকা কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা মারা গেছেন। তার নাম গৌতম চৌধুরী (৫৬)। তিনি স্বাস্থ্য দফতরের পরিবহন বিভাগের কর্মকর্তা ছিলেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার (৩ জুন) সকালে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর কথা জানায়।
গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই স্বাস্থ্য কর্মকর্তা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
গৌতম চৌধুরী গোটা পশ্চিমবঙ্গে করোনার টিকা আনা, বণ্টন এবং তা যাতে মানুষের কাছে ঠিকমতো পৌঁছায় তার ব্যবস্থা করছিলেন। এছাড়া তিনি ১০২টি অ্যাম্বুলেন্সের দায়িত্বে ছিলেন। সিরাম ইন্সটিটিউট এবং ভারতের বায়োটেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি।
পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত অন্তত ১৩০ জনের বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
জেডএইচ/জেআইএম