ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনার কারণে ভারতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০১ জুন ২০২১

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণের মুখে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে, করোনা মহামারির কারণে চলতি বছর ভারতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে কি না বা বলেও কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে এদিন বৈঠকে বসেছিল মোদি সরকার।

স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যানসহ আরো অনেকে। তবে করোনায় আক্রান্ত হওয়ায় বৈঠকে থাকতে পারেননি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

পরে এক টুইটে নরেন্দ্র মোদি জানান, এ বছর দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

তিনি বলেন, ব্যাপক আলোচনার পর আমরা শিক্ষার্থী-বান্ধব এমন একটি সিদ্ধান্ত নিয়েছি যা, আমাদের যুবসমাজের ভবিষ্যতের পাশাপাশি স্বাস্থ্যেরও সুরক্ষা দেবে।

দ্বাদশ শ্রেণির সিবিএসই পরীক্ষা নিয়ে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে মামলা চলছে। ফলে মঙ্গলবারের বৈঠকে নেয়া সরকারি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাতে হবে। তাদের ওই সিদ্ধান্ত খতিয়ে দেখে তারপরই চূড়ান্ত রায় দেবে ভারতের সর্বোচ্চ আদালত।

কেএএ/এমএস