ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ের মধ্যে জন্ম তিন শতাধিক শিশুর, অনেকেরই নাম ‘ইয়াস’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৮ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াস সবচেয়ে বেশি তাণ্ডবে চালিয়েছে ভারতের ওড়িশা রাজ্যে। মঙ্গলবার (২৫ মে) রাত থেকেই সেখানকার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব দেখাতে শুরু করেছিল ইয়াস। প্রকৃতি যখন তার নিষ্ঠুর খেলা দেখাচ্ছে এবং স্থানীয় প্রশাসন যখন ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত ঠিক তখনই স্থানীয় সময় মঙ্গলবার রাত এবং বুধবার সকালে রাজ্যটিতে জন্ম নিয়েছে প্রায় তিন শতাধিক শিশু।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, এসব নবজাতকের বেশিরভাগেরই বাবা-মা তাদের নাম রাখতে চান ‘ইয়াস’।

ওড়িশার বালাসোরের বাসিন্দা সোনালী মাইতি জানান, সন্তানের জন্য ইয়াসের চেয়ে ভালো নাম তিনি ভাবতেই পারছেন না। একইভাবে কেন্দ্রপাড়া এলাকার সরস্বতী বৈরাগী বলছেন, তিনি ঝড়ের পরেই নিজের সদ্যজাত মেয়ের নাম ‘ইয়াস’ রেখেছিলেন। এইভাবে প্রত্যেকে তাঁদের নবজাতকের আগমনের সময়টিকে স্মরণীয় রাখতে চেয়ে ঘূর্ণিঝড়ের নামেই নাম দিতে চান।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একটি ভারতীয় গণমাধ্যম।

আরেক নবজাতকের মা বলেন, ‘আমার সন্তান এই দিনটিতে পৃথিবীতে এসেছিল যা সবার মনে পড়বে। আমি তার নাম রাখলাম ইয়াস।’

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ইয়াস নামটির নামকরণ করেছিল ওমান। যার অর্থ দুঃখ। পারসি ভাষা থেকে এই শব্দটি এসেছে।

ইয়াস চলাকালীন সময়ে ওড়িশা অনেক গর্ভবতী নারী আশ্রয়কেন্দ্রে সন্তান জন্ম দিয়েছেন।

এসএস/জিকেএস

টাইমলাইন

  1. ০২:৩৮ পিএম, ২৮ মে ২০২১ ঘূর্ণিঝড়ের মধ্যে জন্ম তিন শতাধিক শিশুর, অনেকেরই নাম ‘ইয়াস’
  2. ১২:০৪ পিএম, ২৮ মে ২০২১ জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
  3. ১২:০০ পিএম, ২৮ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ সুন্দরবনের ব্যাপক ক্ষতি
  4. ১০:৫৯ এএম, ২৮ মে ২০২১ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মোদি, মুখোমুখি মমতা
  5. ০৯:১১ এএম, ২৮ মে ২০২১ ইয়াসে ধ্বংসস্তূপ দিঘা, জলোচ্ছ্বাসে ঘরছাড়া অনেকে
  6. ০৮:১৯ এএম, ২৮ মে ২০২১ জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে হরিণ
  7. ০৯:২১ পিএম, ২৭ মে ২০২১ ফেসবুক লাইভে মামুনুলের সাফাই গাওয়া সেই এএসআই চাকরিচ্যুত
  8. ০৭:৪২ পিএম, ২৭ মে ২০২১ কক্সবাজারে আড়াই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, ১৪ স্থানে ভাঙন