ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বোকো হারামের হাতে আটক শত শত বন্দী মুক্ত

প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

আঞ্চলিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হাতে শত শত জিম্মিকে মুক্ত করেছে ক্যামেরুনের সেনাবাহিনী। গত মাসের শেষের দিকে অভিযান চালিয়ে এ সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে বলে বুধবার ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর আলজাজিরার।

ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী জানায়, নাইজেরিয়ার সেনাবাহিনীসহ বহুজাতিক বাহিনী নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সঙ্গে ক্যামেরুন সীমান্ত এলাকায় ২৬ থেকে ২৮ নভেম্বর ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠীটির হাতে জিম্মি অন্তত ৯০০ বন্দীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বহুজাতিক বাহিনীর এ অভিযানে অন্তত একশ বোকো হারাম সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্ণেল ডিডিয়ার বাদজেক অভিযানে বোকো হারামের শতাধিক সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোকো হারামের হাতে আটক ৯০০ বন্দীকে মুক্ত করা হয়েছে।

ক্যামেরুনের প্রতিরক্ষামন্ত্রী জোসেফ বেতি অসোমো বলেন, অভিযানে ব্যাপক পরিমাণ মজুদ অস্ত্র ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর পতাকা উদ্ধার করা হয়েছে। বোকো হারাম জঙ্গিগোষ্ঠী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অনুসারী।

এসআইএস/পিআর