ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় যৌথ বাহিনীর হামলায় নিহত ৮৬৫

প্রকাশিত: ০২:২৯ পিএম, ১২ নভেম্বর ২০১৪

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত ৮৬৫ জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫০ জন বেসামরিক লোক রয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ তথ্য প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, গত ২৩ সেপ্টেম্বর সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী।

নিহতদের মধ্যে ৭৪৬ জনই আইএস যোদ্ধা। তবে এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আইএস যোদ্ধারা ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকার দখল নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। যৌথ বাহিনী ইরাকে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে জুলাই মাসে।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন এ সব বিমান হামলায় সিরিয়ায় অন্তত অর্ধশতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে আটটি শিশু রয়েছে। এ ছাড়া আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ৬৮ জন যোদ্ধা নিহত হয়েছে। - রয়টার্স