নিম-তুলসিপাতার মাস্ক পরে ঘুরছেন ভারতীয় সাধু
করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। করোনার কবল থেকে রেহাই পাওয়ার জন্য মাস্কই ভরসা। আর সেই মাস্ক পরেই সবাইকে অবাক করে দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক সাধু। নিম-তুলসিপাতা আর দড়ির সমন্বয়ে তৈরি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ইন্টারনেটে তার সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক সাধু মুখে নিম-তুলসিপাতার তৈরি ‘আয়ুর্বেদিক মাস্ক’ পরে ঘুরে বেড়াচ্ছেন। বাজারে চলমান সূতি, সার্জিক্যাল কিংবা এন ৯৫ মাস্কের পরিবর্তে তিনি কেন এমন মাস্ক পরেছেন জানতে চাইলে ভিডিওতে তিনি বলেন, তুলসি, নিম দুইটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবাণুনাশক। তাই অনেক চিন্তা-ভাবনার পর নিম ও তুলসিপাতা দিয়ে তিনি এই মাস্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।
Not sure this #MASK WILL HELP.
— Rupin Sharma IPS (@rupin1992) May 22, 2021
जुगाड़
Still #मजबूरी_का_नाम_महात्मा_गांधी#NECESSITY_is_the_mother_of_JUGAAD #Mask And Medicinepic.twitter.com/uHcHPIBy9D
ভারতের একজন সরকারি কর্মকর্তা রুপিন শর্মা ব্যতিক্রমী এই মাস্কের ভিডিওটি শেয়ার করেন। তবে আদৌ ওই মাস্ক করোনাভাইরাস রুখতে সাহায্য করে কি-না সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। তার ওই টুইট ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার রিটুইটও করেছেন। হু হু করে বইছে কমেন্টের ঝড়।
দেশীয় সামগ্রীতে তৈরি মাস্ক মন ছুঁয়েছে অনেকে। কেউ কেউ সাধুকে ‘আত্মনির্ভর’ বলেও মন্তব্য করেছেন। তবে তার মাস্ক সাড়া ফেললেও ভাইরাস প্রতিরোধে তা কেমন কার্যকর ভূমিকা রাখবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এআরএ/এমএস