ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত ১২৫, আক্রান্ত ৪৭১৭

জমির হোসেন | ইতালি | প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৩ মে ২০২১

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে শুক্র থেকে শনিবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৫ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১৭ জনের শরীরে। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৩৩ জন। এর আগে ২১ মে একদিনে করোনায় ২১৮ জনের।

এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ২১৮ জনের।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ইতালিতে করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। দিনদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। আগের তুলনায় মানুষের চলাফেরা অনেক স্বাভাবিক হয়ে গেছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা ইতালি ভ্রমণ করতে পারবেন।

জানা গেছে, আগামী মাস থেকে চলাফেরায় কঠোরতা আরও শিথিল করা হবে। বিষয়টি নিয়ে আলোচনা করছে দেশটির সরকার। ইতোমধ্যে কারফিউ শিথিল করে রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। এর আগে যা ছিল রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

এসএস