ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলে হামলার দায়ে চার জঙ্গির ফাঁসি

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

পাকিস্তানের পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার ঘটনায় জড়িত চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসামিরা হলেন আব্দুস সালাম, হজরত আলী, মুজিবুর রেহমান ও সাবিল ওরফে ইয়াহিয়া। ২০১৪ সালের ১৬ ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনীর ওই স্কুলে জঙ্গিদের হামলায় ১৫০ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই শিশু ছিল। ওই হামলায় জড়িত এ চার জঙ্গিকে দেশটির সেনাবাহিনীর একটি আদালত ফাঁসির আদেশ দিয়েছিল।

ওই হত্যাকাণ্ডের বার্ষিকীর মাত্র দুই সপ্তাহ আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাতে অবস্থিত একটি কারাগারে চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ১৬ ডিসেম্বরের ওই হামলার দায় স্বীকার করে।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন