ভারতে আরও ৩৮৯০ জনের মৃত্যু
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২৬ হাজার ৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের।
শনিবার (১৫ মে) সকাল সোয়া ১০টার দিকে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্তের মোট সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। এই তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের অবস্থান তৃতীয়।
যুক্তরাষ্ট্রে মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জন। মৃতের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ২২৯।
ব্রাজিলে মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৭৮৫।
এসএস/এমকেএইচ