করোনা থেকে সুস্থ হলেন একই পরিবারের ২৬ সদস্য
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন একই পরিবারের ২৬ সদস্য। এর মধ্যে ৮৭ বছরের এক বৃদ্ধও রয়েছেন। ঘটনাটি ভারতের ইলাহাবাদের।
পরিবারটি জানিয়েছে, ঘরোয়া পরিচর্যা এবং চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খেয়ে করোনাভাইরাস থেকে তারা সুস্থ হন।
আনন্দবাজারের খবরে বলা হয়, ৮৭ বছর বয়সী ওই বৃদ্ধের নাম রাঘবেন্দ্র মিশ্র। গত ১১ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে ১০ দিনে ওই পরিবারের বাকিরা করোনা আক্রান্ত হন। তবে পরিবারের চিন্তা ছিল রাঘবেন্দ্রকে নিয়েই। কারণ তিনি ২০১২ সালে নিজের অসুস্থ ছেলেকে একটি কিডনি দান করেছিলেন। তাই তাকে নিয়ে আশঙ্কা ছিল। কিন্তু তিনিও আর বাকিদের সঙ্গে সুস্থ হয়ে উঠেন।
রাঘবেন্দ্রর ছেলে রবীন্দ্র মিশ্রও বলেন, 'গত একমাসে আমরা বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলাম। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেয়েছি। আমরা প্রত্যেকে স্টিম নিয়েছি এবং হলুদ মেশানো দুধ খেয়েছি। এখন পরিবারের প্রত্যেকেই সুস্থ।'
জেডএইচ/